আমবাগানে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ
আম বাগান থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল রতুয়ার আটগামা এলাকায়। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে রতুয়া থানার পুলিশ।
মৃত যুবকের নাম তাপস সরকার (২২)। বাড়ি রতুয়া-১ নম্বর ব্লকের বাহারাল গ্রামপঞ্চায়েতের আটগামা গ্রামে। তাপস ভিন রাজ্যে শ্রমিকের কাজ করতেন। দুদিন আগে ভিন রাজ্য থেকে শ্রমিকের কাজ করে বাড়ি ফিরেছিলেন তিনি। জানা গিয়েছে, বছর দুয়েক আগে এলাকার এক যুবতির সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। যুবকের পরিবারের তরফে বিয়ের প্রস্তাবও পাঠানো হয় যুবতির বাড়িতে। কিন্তু তাপসের সঙ্গে মেয়ের বিয়ে দিতে রাজি হননি যুবতির পরিবারের লোকজন। এরপর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েন তাপস। গতকাল সন্ধে নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যান তাপস। এরপর থেকে আর তাপসের কোনও খোঁজ পাওয়া যায়নি। আজ দুপুরে বাড়ি থেকে খানিকটা দূরে আমবাগান থেকে উদ্ধার হয় তাপসের ঝুলন্ত দেহ। খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ।
এই ঘটনায় এখনও মৃতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments