ছাত্রীকে কটূক্তি করায় গণপিটুনি গাড়িচালককে
কলেজ ছাত্রীর সাথে অশ্লীল ভাষায় কথা বলার অভিযোগে গণপিটুনির শিকার হলেন এক গাড়িচালক। ওই গাড়িচালককে পুলিশের হাতে তুলে দিয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুরে।
জানা গেছে, ওই ছাত্রী বান্ধবীদের সঙ্গে চাঁচলে টিউশন পড়তে যাচ্ছিল। হরিশ্চন্দ্রপুর থেকে চাঁচলগামী একটি ছোটো গাড়িতে ওঠে ওই ছাত্রী। সিটে বসা নিয়ে গাড়ির ড্রাইভারের সঙ্গে ওই ছাত্রীর বচসা বাঁধে। অভিযোগ, সেই সময় গাড়ির চালক ওই ছাত্রীর প্রতি অশ্লীল কটূক্তি করে। প্রতিবাদ করে ওই ছাত্রী। এরপরেই স্থানীয় লোকজন ক্ষিপ্ত হয়ে ওই চালককে মারধর করে।
হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস জানান, অভিযোগ জমা পড়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।
Comments