top of page

হরিশ্চন্দ্রপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতিও হাতছাড়া শাসকদলের

হবিবপুরের পাশাপাশি হরিশ্চন্দ্রপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতিও হাতছাড়া হল শাসকদলের। রাজ্যের মন্ত্রী তজমূল হোসনের খাসতালুকে বোর্ড গঠন করল বাম-কংগ্রেস। অপর্যাপ্ত পুলিশ থাকার কারণে পিছিয়ে দেওয়া হয়েছিল এই পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনের দিনও।


হরিশ্চন্দ্রপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতিতে ২১টি আসন রয়েছে। গত পঞ্চায়েত নির্বাচনে বাম-কংগ্রেস জোট ১১টি এবং তৃণমূল ১০টি আসনে জয়লাভ করে। অভিযোগ, বোর্ড দখল করতে জোটের এক জয়ী সদস্যকে ঘাসফুল শিবিরে আনার মরিয়া চেষ্টা হয়েছিল। এমনকি গোপন ডেরায় গুলি চালানোর মতো ঘটনাও সামনে এসেছিল। শাসকদলকে মদত দিতে ইচ্ছে করে বোর্ড গঠনের দিন পিছিয়ে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ তুলেছিল কংগ্রেস নেতৃত্ব। এর প্রতিবাদে হাইকোর্টের দ্বারস্থ হন বাম-কংগ্রেস নেতৃত্বরা। অবশেষে হাইকোর্টের নির্দেশে আজ এই পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন প্রক্রিয়া করা হয়। ১১-১০ ভোটে জিতে বোর্ড গড়েছে বাম-কংগ্রেস জোট৷ সভাপতি নির্বাচিত হয়েছেন তহমিনা খাতুন, সহকারী সভাপতির পদে বসেছেন আবদুল তাহের৷



Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page