আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার দুই তৃণমূল কর্মী, রাজনৈতিক তরজা হরিশ্চন্দ্রপুরে
- আমাদের মালদা ডিজিট্যাল
- Apr 5, 2022
- 1 min read
আগ্নেয়াস্ত্র-কার্তুজ সহ গ্রেফতার দুই তৃণমূল কর্মী। ধৃতদের আজ চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুরের মালিওর ১ নম্বর গ্রামপঞ্চায়েত এলাকায়। ঘটনার পর থেকে শাসকদলের বিরুদ্ধে সুর চড়াচ্ছে বিজেপি।
গতকাল মালিওর গ্রামপঞ্চায়েতের কাটামুনি এলাকায় হানা দিয়ে দুই যুবককে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত দুই যুবকের নাম রুহুল আমিন (৩০) ও রহমত আলি (২৭)। তাদের বাড়ি মালিওর ১ নম্বর গ্রামপঞ্চায়েতের হরকাবাথান এবং পশ্চিম বেলশুর এলাকায়। ধৃতদের হেপাজত থেকে একটি ৯ এমএমের পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
বিজেপির উত্তর মালদা জেলা সাংগঠনিক সম্পাদক রুপেশ আগরওয়ালা জানান, সারা রাজ্য জুড়ে তৃণমূল সন্ত্রাসের রাজত্ব চালাচ্ছে। পশ্চিমবঙ্গের সর্বত্র তৃণমূলের কর্মীরা বন্দুক দেখিয়ে মানুষদের ভয় দেখিয়ে রাখছে। এই সন্ত্রাস বেশি দিন চলবে না।
হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক তৃণমূল সভাপতি হজরত আলি জানান, বেআইনি কাজ দল সমর্থন করে না। অস্ত্র সহ ধরা পরা ওই দুই ব্যক্তি যদি তৃণমূল কর্মী হয় তাহলেও আইন আইনের পথে চলবে।
[ আরও খবরঃ সিভিকের চাকরির নামে প্রতারণা, মঙ্গলবাড়িতে ধৃত ১ ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments