top of page

ডাকাতির আগেই আগ্নেয়াস্ত্র সহ ধৃত তিন

ডাকাতির আগেই আগ্নেয়াস্ত্র সহ তিন দুষ্কৃতীকে গ্রেফতার করল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। ধৃতদের আজ পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।


ধৃত তিন দুষ্কৃতীর নাম শেখ খলিল (৩৫), মনোজ রাম (২৩) ও কার্তিক দাস (২২)। ধৃতরা সকলেই হরিশ্চন্দ্রপুর এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে হরিশ্চন্দ্রপুর সদর এলাকার তিন ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ। তাদের আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় একটি পাইপগান, এক রাউন্ড কার্তুজ ও দুটি হাঁসুয়া। গ্রেফতার করা হয় ওই তিন ব্যক্তিকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, ডাকাতির উদ্দেশ্যে তারা ওই এলাকায় এসেছিল। ধৃতদের আজ দুই দিনের পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।



উল্লেখ্য, কয়েকদিন আগেই হরিশ্চন্দ্রপুরে আগ্নেয়াস্ত্র সহ মদের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছিল। একের পর এক দুষ্কৃতীদের ডাকাতির ঘটনা সামনে আসায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comentários


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page