লটারি জিতে রাতারাতি কোটিপতি হলেন হরিশ্চন্দ্রপুরের চাষি
৩০ টাকার লটারির টিকিটে রাতারাতি কোটিপতি। প্রথম পুরষ্কার পেয়ে পাকা বাড়ি তৈরির পাশাপাশি ছেলেমেয়ের উচ্চ শিক্ষার স্বপ্ন দেখছেন ভাগচাষি।
হরিশ্চন্দ্রপুরের সাদলিচক গ্রামপঞ্চায়েতের সূর্যাপুরা গ্রামের বাসিন্দা মেহবুব আলম। গতকাল ৩০ টাকা দিয়ে লটারির টিকিট কাটেন তিনি। রাতে মোবাইলে দেখেন তাঁর কেনা টিকিটে প্রথম পুরষ্কার এসেছে। তড়িঘড়ি সুরক্ষার জন্য তিনি কুমেদপুর ফাঁড়িতে ছুটে যান। মেহবুব বলেন, গতকাল ৩০ টাকার লটারির টিকিট কেটেছিলাম। মোবাইলে দেখি সেই টিকিটে কোটি টাকার প্রথম পুরষ্কার লেগেছে। বর্তমানে আমার কাঁচা বাড়ি। লটারির টাকাতে একটা বাড়ি করার ইচ্ছে রয়েছে। ছেলেমেয়েদের পড়াশোনার জন্য এই টাকা ব্যবহার করব। সুরক্ষার জন্য টিকিট নিয়ে কুমেদপুর পুলিশ ফাঁড়িতে যাই। পুলিশ ভালো সহযোগিতা করছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments