বন্ধ ক্যানেল, জমা জলে নষ্ট হচ্ছে ফসল
শাসকদলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে ক্যানেল বন্ধ রাখার অভিযোগ উঠল হরিশ্চন্দ্রপুরে। ক্যানেল বন্ধ থাকায় জমিতে জল জমে ফসল নষ্ট হচ্ছে। প্রতিবাদে জমিতে বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি বিডিওকে অভিযোগ জানান চাষিরা।
হরিশচন্দ্রপুর ১ ব্লকের অন্তর্গত কুশিদা গ্রামপঞ্চায়েতের মুকুন্দপুর-উত্তর রামপুর গ্রামের পূর্ব সীমানা থেকে মহানন্দা নদী পর্যন্ত একটি ক্যানেল আছে। এই ক্যানেল দিয়ে খালের জল পাস হয়। অভিযোগ, নিজেরা মাছ চাষ করতে এক বছর ধরে ক্যানেল বন্ধ করে রেখেছে স্থানীয় পঞ্চায়েত সদস্য রেজাউল হক এবং স্থানীয় তৃণমূল নেতা তথা অঞ্চল চেয়ারম্যান প্রকাশ দাস। এদিকে, বর্ষার শুরুতেই সামান্য বৃষ্টিতে জমিতে প্রায় হাঁটু জল জমেছে। জল জমার কারণে ইতিমধ্যে ফসল নষ্ট হতে শুরু করেছে।
উত্তর-রামপুরের চাষি নূর আলম বলেন, স্থানীয় তৃণমূল নেতা প্রকাশ দাস মাছ চাষ করছে। মাছ চাষ করার জন্য উনি ক্যানেল বন্ধ করে দিয়েছেন। পঞ্চায়েতে অভিযোগ জানানো হলেও কোনও ফল মেলেনি। জমিতে জল জমে প্রায় ১০০ বিঘার ফসল নষ্ট হওয়ার মুখে। একই বক্তব্য আরেক চাষি জিয়াউল হকের। তিনি বলেন, এই ক্যানেলের সমস্যা দীর্ঘদিনের। স্থানীয় তৃণমূল নেতা প্রকাশ নিজের স্বার্থে ক্যানেল বন্ধ করে রেখে। এতে পঞ্চায়েত সদস্য মদত দিচ্ছে।
[ আরও খবরঃ আরব মুলুকে মালদার আম ]
স্থানীয় পঞ্চায়েত সদস্য রেজাউল হক বলেন, ক্যানেল বন্ধ করে রাখার কোনও ব্যাপার নেই। উল্টো কথা, তিনি ক্যানেল সংস্কারের উদ্যোগ নিয়েছেন। বিরোধী দলের লোকজন তাঁকে বদনাম করতেই এই ষড়যন্ত্র করেছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments