Search
দুর্ঘটনা বাড়ছে হরিশ্চন্দ্রপুরে, চালকদের হেলমেট দিলেন ব্যবসায়ীরা
- Feb 1, 2020
- 1 min read
হরিশ্চন্দ্রপুর থানা ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির উদ্যোগে শনিবার পথচলতি হেলমেটবিহীন বাইক চালকদের হেলমেট বিতরণ করা হয়। হরিশ্চন্দ্রপুর বাসষ্ট্যান্ড সংলগ্ন এলাকায় হেলমেটবিহীন বাইক চালকদের মাথায় হেলমেট তুলে দিয়ে নিরাপদভাবে যাত্রা করার অনুরোধ জানান ব্যবসায়ী সমিতির সদস্যরা।
ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বনোয়ারিলাল আগারওয়ালা জানান, হরিশ্চন্দ্রপুরে বাইক দুর্ঘটনার সংখ্যা বেড়েছে। এই সপ্তাহেই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দু’জন। এলাকার বাইক চালকদের সচেতন করতে ও মুখ্যমন্ত্রীর সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচিকে সামনে রেখে হেলমেট বিতরণ করছেন তাঁরা। আগামীতেও এলাকার বাইক চালকদের সচেতন করতে এই ধরনের কর্মসূচি পালন করার ইচ্ছে প্রকাশ করেছেন তিনি।
留言