Search
ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক হরিশ্চন্দ্রপুরে
- আমাদের মালদা ডিজিট্যাল
- Dec 19, 2019
- 1 min read
Updated: Sep 19, 2020
ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। ধৃত যুবককে আজ চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর এলাকায়।
জানা গেছে, গত ১১ ডিসেম্বর রাতে ১৫ বছরের ওই নাবালিকা ঘরে একা ঘুমচ্ছিল। অভিযোগ, সেই সময়ে ঘরে ঢুকে পূর্ণ সাহা ওই নাবালিকাকে ধর্ষণ করে। চিৎকারে পাশের ঘর থেকে ছুটে আসে নাবালিকার বাবা-মা। তবে সুযোগ বুঝে পূর্ণ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরের দিনই হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ করেন ওই নাবালিকার বাবা। তিনি জানিয়েছেন, ওই যুবককে মাস খানেক আগেও তাঁর বাড়ির আশেপাশে ঘুরতে দেখা গেছে।
হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস জানান, অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গ্রেফতার করা হয়। অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করে আজ চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে।
Comments