top of page

জাল দলিল চক্রে হরিশ্চন্দ্রপুরে হাতেনাতে ধৃত যুবক

দীর্ঘদিন ধরেই জমি মাফিয়াদের দাপটের অভিযোগ ছিল। এক জনের জমি অন্যজনের নামে রেকর্ড হয়ে যাওয়ার অভিযোগও আসছিল ভুরিভুরি। এনিয়ে সাংবাদিক সম্মেলনে বিএল অ্যান্ড এলআরওদের হুঁশিয়ারি দিয়েছিলেন খোদ রাজ্যের প্রশাসনিক প্রধান। অবশেষে এই চক্রের একজনকে হাতেনাতে ধরলেন খোদ ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক। নির্দিষ্ট অভিযোগ দায়ের করে ধৃত যুবককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ঘটনাটি হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের।


ব্লক সূত্রে জানা গিয়েছে, আজ দুপুরে হরিশ্চন্দ্রপুর-২ নম্বর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে পাঁচটি জমির মিউটেশন করাতে আসে আনজার খান নামে এক যুবক৷ মিউটেশনের জন্য আগেই পাঁচটি জমির দলিল দাখিল করেছিল ওই যুবক৷ দলিলগুলি পরীক্ষা করতেই দেখা যায় সমস্ত নথিপত্র জালি। আটক করা হয় ওই যুবককে। ধৃত যুবকের বাড়ি হরিশ্চন্দ্রপুরের সুলতাননগর গ্রামপঞ্চায়েতের ডারোল গ্রামে৷



ঘটনা প্রসঙ্গে ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক সুরজিৎ দাস জানান, বেশ কিছুদিন ধরে জাল দলিলের মাধ্যমে একজনের জমি অন্যজনের নামে রেকর্ডের অভিযোগ উঠছিল। আজ এক যুবক পাঁচটি জমির দলিল নিয়ে মিউটেশন করতে এসে হাতেনাতে ধরা পড়েছে। সমস্ত তথ্যপ্রমাণ সহ অপরাধীকে হরিশ্চন্দ্রপুর থানার হাতে তুলে দিয়েছি৷ দলিলে যে সমস্ত সিল রয়েছে তা জাল কিনা তা পুলিশি তদন্তে উঠে আসবে।


থানায় যাওয়ার পথে ধৃত আনজার জানায়, করিয়ালি এলাকার এক ব্যক্তি তাকে পাঁচটি জমির দলিল দেয়। মিউটেশনের জন্য সে দলিলগুলি ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে জমা দিয়েছিল। আজ মিউটেশনের জন্য আসার পর ব্লক আধিকারিকরা তাকে পুলিশের হাতে তুলে দিয়েছে।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page