top of page

শিশুমৃত্যুতে গাফিলতির অভিযোগ ইংরেজবাজারে, বিক্ষোভ

চিকিৎসার গাফিলতিতে শুক্রবার এক সদ্যোজাত শিশুর মৃত্যু ঘিরে উত্তেজনা চরমে উঠে ইংরেজবাজার ব্লকের মিলকি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। এই ঘটনায় গৃহবধূর পরিবারের সদস্যরা স্বাস্থ্যকেন্দ্রের সামনে বিক্ষোভ দেখান। পরিবারের সদস্যদের অভিযোগ চিকিৎসার গাফিলতির কারণে সদ্যজাত শিশুর মৃত্যু হয়েছে। তারা মিলকি পুলিশ ফাঁড়িতে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে।


Health Centre accused of negligence in death of a newborn baby
সদ্যোজাত শিশুর মৃত্যু ঘিরে উত্তেজনা চরমে উঠে স্বাস্থ্যকেন্দ্রে

গতকাল প্রসব যন্ত্রণা নিয়ে মিলকি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভরতি হয়েছিলেন মনীষা রায়। গৃহবধূ মনীষা ইংরেজবাজার ব্লকের অন্তর্গত শোভানগরের মদিয়া গ্রামের বাসিন্দা। তাঁর পরিবার সূত্রে জানা গেছে, ভোরবেলায় একটি সদ্যজাত শিশুর জন্ম দেয় এই গৃহবধূ। এরপর পরিবারের সদস্যরা জানতে পারেন শিশুটি মৃত। এরপরে বিক্ষোভে ফেটে পড়েন পরিবারের লোকেরা। বেশ কিছু সময় চিকিৎসা গাফিলতির অভিযোগ তুলে ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখায় তারা। যদিও পরে হাসপাতাল কর্তৃপক্ষের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page