top of page

বার্ড ফ্লু আতঙ্ক, স্বাস্থ্য প্রতিনিধি দল মালদায়

ফের বার্ড ফ্লুর আতঙ্ক মালদায়। এনিয়ে হইচই পড়েছে রাজ্য জুড়ে। রাজ্য স্বাস্থ্য দপ্তরের পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থাও মালদায় এক শিশুর রক্তে বার্ড ফ্লুর হদিশ মেলার বিষয়টি মেনে নিয়েছে। আজই মালদায় আসছেন রাজ্য স্বাস্থ্য দপ্তরের এক প্রতিনিধি দল। যদিও স্বাস্থ্য দপ্তরের দাবি পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে।


আক্রান্ত শিশুটির নাম জুনাইদ মোমিন (৪)৷ বাড়ি কালিয়াচক ১ নম্বর ব্লকের আলিপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের শেরশাহী মিস্ত্রিটোলায়৷ বাবা সেনাউল মোমিন মাছ বিক্রেতা, মা নুরজাহান বিবি গৃহবধূ৷ পরিবার সূত্রে জানা গিয়েছে,গত জানুয়ারিতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে জুনাইদ৷ মালদা মেডিকেলে এক মাস চিকিৎসা চলে তার৷ মার্চ মাসে তাকে কলকাতার নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়৷ সেখানেও তার রক্ত পরীক্ষা করে কিছু পাওয়া যায়নি৷ অবশেষে তার রক্তের নমুনা পাঠানো হয় পুণের নাইসেডে৷ সেখানে রক্ত পরীক্ষার পর জানা যায়, জুনাইদ এইচ৯এন২ (H9N2) ভাইরাসে আক্রান্ত৷ পাখি থেকেই এই ভাইরাস ছড়ায়৷ সাধারণত এই ভাইরাসের প্রকোপ খুব একটা দেখা যায় না৷


প্রতীকী ছবি।

জুনাইদের মা নুরজাহান জানান, দু’মাস চিকিৎসার পর ছেলে খানিক সুস্থ হয়ে যায়৷ শুধু শ্বাসকষ্ট ছিল৷ প্রথমদিকে অক্সিজেন ছাড়া ও থাকতে পারত না৷ এখন দিনে দু’ঘণ্টা ওকে অক্সিজেন দিতে হয়৷ ওর পায়ে একটা পোকা কেটেছিল৷ আমার মনে হয়, সেখান থেকেই ভাইরাস ছড়িয়েছে৷


জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুড়ি জানান, “বাচ্চাটি গত জানুয়ারি মালদা মেডিকেলে ভর্তি হয়৷ মার্চ মাসে মালদা থেকে তাকে নীলরতন সরকার মেডিকেলে ভর্তি করা হয়৷ সেখানে একাধিক রক্ত পরীক্ষায় তার কোনও সমস্যা ধরা পড়েনি৷ তাই তার রক্তের নমুনা এনআইবি পুণেতে পাঠানো হয়৷ সেখানে বাচ্চাটির রক্তে এইচ৯এন২ (H9N2) ভাইরাস ধরা পড়ে৷ আমরা বার্ড ফ্লু বলতে সাধারণত এইচ৫এন১ (H5N1) ভাইরাস সংক্রমণ বুঝি৷ এর আগে মহারাষ্ট্রে এই ভাইরাসের একটি কেস রেজিস্টার্ড রয়েছে৷ তবে এই ভাইরাস মানুষ থেকে মানুষে সংক্রমণ হয় না। এই ভাইরাসের হদিশ পাওয়ার পর পরিবারের সদস্যদের রক্তের নমুনা পরীক্ষা করা হয়েছে। এলাকার সমস্ত পোলট্রি ফার্ম থেকে মুরগির রক্ত পরীক্ষাও করা হয়েছে। কিন্তু কোথাও ভাইরাসের কোনো চিহ্ন পাওয়া যায়নি। গত ১ মে অক্সিজেন সাপোর্টে বাচ্চাটিকে ছুটি দেওয়া হয়েছে। এখনও কিছুদিন বাচ্চাটির অক্সিজেন সাপোর্টের প্রয়োজন রয়েছে। আজ রাজ্য স্বাস্থ্য দপ্তরের একটি প্রতিনিধি দল মালদায় আসছেন। আগামীকাল তাঁরা এলাকায় গিয়ে সরেজমিনে সমস্ত কিছু খতিয়ে দেখবেন।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page