top of page

অ্যানিমিয়া মুক্ত বাংলা গড়তে উদ্যোগ স্বাস্থ্য দপ্তরের

রক্তাল্পতা বা অ্যানিমিয়া মুক্ত বাংলা গড়ার ডাক দিয়েছে স্বাস্থ্য দপ্তর। সেই কর্মসূচিকে সফল করার লক্ষ্য নিয়ে সচেতনতা শিবিরের আয়োজন করা হল পুরাতন মালদায়।


সোমবার পুরাতন মালদার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের নিত্যানন্দপুর প্রাথমিক ও জুনিয়র হাইস্কুলের পড়ুয়াদের নিয়ে আয়োজিত সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন বিডিও সেঁজুতি পাল মাইতি, ব্লক স্বাস্থ্য আধিকারিক জয়দীপ মজুমদার, মালদা চক্রের এসআই অফ স্কুলস ভরত ঘোষ সহ অন্যান্যরা। এদিন স্কুল পড়ুয়াদের রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ পরীক্ষা করা হয়। হিমোগ্লোবিন কম থাকলে কী কী করণীয়, কীভাবে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ানো যায় তা নিয়ে অভিভাবকদের সঙ্গে আলোচনাও করা হয় এদিনের শিবিরে।



বিএমওএইচ জয়দীপ মজুমদার জানান, রাজ্য থেকে রক্তাল্পতা দূর করতে স্বাস্থ্য দপ্তরের তরফে উদ্যোগ নেওয়া হচ্ছে। সেই কর্মসূচিতে আজ নিত্যানন্দপুর প্রাইমারি ও জুনিয়র হাইস্কুলে আমরা পাইলট প্রোজেক্ট হিসাবে অ্যানিমিয়া মুক্ত বাংলা গড়ার কাজ শুরু করলাম৷ এই প্রকল্পের মাধ্যমে স্কুলে যেসব পড়ুয়ার রক্তে হিমোগ্লোবিন কম রয়েছে তাদের চিহ্নিত করে চিকিৎসার ব্যবস্থা করা এবং অভিভাবকদের অ্যানিমিয়া সম্পর্কে বোঝানো হচ্ছে৷ আজ যেসব বাচ্চার অ্যানিমিয়া ধরা পড়েছে, আমাদের দপ্তরের তরফে তাদের নজরে রাখা হবে।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Kommentare


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page