top of page

মেডিকেল কলেজে চালু হল হেপাটাইটিস ক্লিনিক

মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চালু হল ভাইরাল হেপাটাইটিস ক্লিনিক। শুক্রবার এই নতুন চিকিৎসা পরিষেবার উদ্বোধন করলেন মালদা মেডিকেল কলেজের প্রিন্সিপ্যাল পার্থপ্রতিম মুখোপাধ্যায়। উপস্থিত ছিলেন এমএসভিপি অমিত দাঁ সহ অন্যান্যরা।



মালদা মেডিকেলে কলেজ ও হাসপাতালে এই পরিষেবা চালু হওয়ায় খুশি জেলার বাসিন্দারা। এর ফলে জন্ডিস বা হেপাটাইটিস-এ কিংবা হেপাটাইটিস-সি চিকিৎসার জন্য আর কাউকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ অথবা কলকাতায় ছুটতে হবে না। মালদা মেডিকেল কলেজের ওপিডি বিল্ডিংয়ে আজ এই পরিসেবার উদ্বোধন করা হয়।



মালদা মেডিকেলের প্রিন্সিপ্যাল পার্থপ্রতিম মুখোপাধ্যায় জানান, হেপাটাইটিস পরীক্ষার সমস্ত কিট চলে এসেছে। আজ থেকে শুরু করা হয়েছে এই ক্লিনিক। ক্লিনিকের দেখভালের দায়িত্বে রয়েছেন ডাক্তার পীযূষ কান্তি। রাজ্য সরকার ও স্বাস্থ্যভবনের উদ্যোগে মালদা মেডিকেল কলেজে এই নতুন পরিসেবা শুরু হচ্ছে।


Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page