বাণিজ্যের উন্নতিতে মহদীপুর বন্দর পরিদর্শন বাংলাদেশ হাইকমিশনারের
ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক ব্যবসার উন্নতির কথা মাথায় রেখে মহদীপুর স্থলবন্দর পরিদর্শন করলেন বাংলাদেশের হাইকমিশনার। বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসান সহ অন্যান্য বাংলাদেশি প্রতিনিধি ও মালদার প্রশাসনিক কর্তা, এক্সপোর্ট ব্যবসায়ীরা মহদীপুর সীমান্ত এলাকা ঘুরে দেখেন।
ভারতীয় ব্যবসায়ীদের সাথে দুই দেশের মধ্যে ব্যবসায়িক উন্নতির জন্য বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বাংলাদেশ ডেপুটি হাইকমিশনার। মহদীপুর সিএনএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের কাছে বেশ কিছু দাবি জানানো হয়। দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য, বাংলাদেশ থেকে আসা ভারতীয় খালি গাড়ি পারাপারের জন্য আলাদা বাইপাস রাস্তা তৈরি করা, মহদীপুর ভারত-বাংলাদেশ সীমান্তের গেট ২৪ ঘণ্টা খোলা রাখা, প্রতিদিন কমপক্ষে ৫০০ পণ্য বোঝাই লরি বাংলাদেশ যেতে পারার ব্যবস্থা করা প্রভৃতি। এছাড়াও এক্সপোর্ট ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও তার সমাধান নিয়ে আলোচনা করেন দুই পক্ষের কর্তারা।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments