শিশু পাচার রোধে উচ্চ পর্যায়ের বৈঠক জেলায়
জাতীয় শিশু সুরক্ষা কমিশনের উচ্চ পর্যায়ের বৈঠক আয়োজিত হল জেলা প্রশাসনিকভবনে। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের মেম্বার সেক্রেটারি রূপালী ব্যানার্জি সিং, জেলাশাসক নিতীন সিংঘানিয়া, অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) মৃদুল হালদার, সদর মহকুমাশাসক সুরেশচন্দ্র রানো, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক পাপড়ি নায়েক সহ বিভিন্ন থানার পুলিশ ও চাইল্ড লাইনের আধিকারিকরা।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলাশাসক নিতীন সিংঘানিয়া জানান, আজ জাতীয় শিশু সুরক্ষা কমিশনের মেম্বার সেক্রেটারির উপস্থিতিতে শিশু পাচার রোধ নিয়ে বৈঠক হয়েছে। বাল্যবিবাহ ও নারী পাচার আটকানো সহ কীভাবে শিশুদের আরও সুরক্ষা দেওয়া যায় সেই সমস্ত বিষয়ে বৈঠকে আলোচনা হয়। বৈঠকে বেশ কিছু নতুন প্রস্তাব উঠে এসেছে। আগামী এক মাসের মধ্যে সেই সমস্ত প্রস্তাব কার্যকরী করার চেষ্টা করা হচ্ছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Opmerkingen