হাই মাদ্রাসার মেধা তালিকার ১১ জনের মধ্যে মালদার ৭
ফের জয় জয়কার মালদার। মাধ্যমিকের পর এবার হাই মাদ্রাসা। মেধা তালিকায় থাকা ১১ জনের মধ্যে ৭ জনই মালদার। হাই মাদ্রাসার জেলাভিত্তিক ফলাফলে মালদা রয়েছে নবম স্থানে৷
গতকালই মাধ্যমিকের ফলাফলে মালদার নাম সেরার তালিকায় উঠে এসেছিল। ২৪ ঘণ্টার মধ্যে ফের মালদার নাম উজ্জ্বল হল হাই মাদ্রাসার ফলাফলে। দুই বোর্ডের ফলাফলে খুশির হাওয়া এখন জেলা জুড়ে। মাদ্রাসা বোর্ডের প্রকাশিত ফল অনুযায়ী তৃতীয় স্থান অধিকার করেছে মালদার ফতেখানি বিএমএস হাই মাদ্রাসার ছাত্র মহম্মদ মুকতাদুর রহমান৷ তার প্রাপ্ত নম্বর ৭৭৪৷ গাজোলের রামনগর হাই মাদ্রাসার ইমরান আলি ৭৭২ নম্বর পেয়ে চতুর্থ স্থান অধিকার করে৷ ৭৬৫ নম্বর পেয়ে ষষ্ঠ স্থান অধিকার করে রতুয়ার বটতল্লা আদর্শ হাই মাদ্রাসার ছাত্রী মাসকুরা খাতুন। ৭৬৩ নম্বর পেয়ে সপ্তম স্থানে রয়েছে কালিয়াচকের জালালপুর হাই মাদ্রাসার ছাত্র সাহিদুল ইসলাম৷ মেধা তালিকার অষ্টম স্থানে রয়েছে বটতল্লা আদর্শ হাই মাদ্রাসার আরেক ছাত্র নাজিব আহমেদ। তার প্রাপ্ত নম্বর ৭৬১৷ ৭৬০ নম্বর পেয়ে নবম স্থানে রয়েছে চাঁচলের ধানগাড়া বিষণপুর হাই মাদ্রাসার ওয়াসিম আকতার। গাজোলের রামনগর হাই মাদ্রাসার ছাত্র মহম্মদ মসিউর রহমান ৭৫৯ নম্বর পেয়ে দশম স্থান অধিকার করেছে৷
রামনগর হাই মাদ্রাসার টিআইসি মহম্মদ মাসিদুর রহমান জানান,
মাদ্রাসা বোর্ডের পরীক্ষায় মালদা জেলা বরাবরই ভালো ফল করে৷ আমাদের মাদ্রাসার ফলও ভালো হয়ে থাকে। এবছরও আমাদের মাদ্রাসা থেকে দুজন মেধা তালিকার চতুর্থ ও দশম স্থান পেয়েছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments