পথ দুর্ঘটনায় আহত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী
এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল চালকের। এদিন ঘটনাটি ঘটেছে মালদা-মানিকচক রাজ্য সড়কের মাদিয়া এলাকায়। আহত হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীও।
পরীক্ষাকেন্দ্রে যাওয়ার পথে একটি লরি পেছন থেকে ধাক্কা মারে বলে অভিযোগ।
মৃত চালকের নাম আদিত্য মণ্ডল। জানা গেছে, রাজা মণ্ডল নামে নঘরিয়া হাইস্কুলের এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে মোটরবাইকে করে শোভানগর হাইস্কুলে নিয়ে যাচ্ছিল আদিত্য। আদিত্য ও রাজা উভয়েরই বাড়ি ইংরেজবাজার থানার নিয়ামতপুর কৃষ্ণনগর এলাকায়। পরীক্ষাকেন্দ্রে যাওয়ার পথে একটি লরি পেছন থেকে ধাক্কা মারে বলে অভিযোগ। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে মিলকি গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে আদিত্যকে স্থানান্তর করা হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। সেখানে নিয়ে আসলে চিকিৎসকরা আদিত্য মণ্ডলকে (২২) মৃত বলে ঘোষণা করে। অন্যদিকে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর চিকিৎসা করে পরীক্ষাকেন্দ্রে পাঠানো হয়।
এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঘাতক লরিটিকে আটক করে পুলিশ।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
টপিকঃ #মাধ্যমিক
Comments