হিজাব বিতর্ক রতুয়ায়, বরখাস্তের আবেদনে বিক্ষোভ
হিজাব বিতর্ক নিয়ে রতুয়া-১ ব্লকের গ্রামীণ হাসপাতালের সিনিয়র নার্সকে বরখাস্ত করার আবেদন জানিয়ে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন স্থানীয় বাসিন্দাদের। শনিবার হাসপাতালের সামনে তুমুল বিক্ষোভে ফেটে পড়েন রতুয়া এলাকার বাসিন্দারা। তাদের দাবি, অভিযুক্ত সিনিয়র নার্সকে অবিলম্বে বরখাস্ত করতে হবে। না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন নামতে বাধ্য হবেন তারা।
অভিযোগ, গত ২৩ ফেব্রুয়ারি রতুয়া-১ গ্রামীণ হাসপাতালে হিজাব পরে আসায় গোরাক্ষা উপস্বাস্থ্য কেন্দ্রের কর্মী আনোয়ারা খাতুনকে অপমানিত করেন দায়িত্বপ্রাপ্ত সিনিয়র নার্স শম্পা প্রামাণিক। এই নিয়ে ওই সিনিয়র নার্সের বিরুদ্ধে ব্লক স্বাস্থ্য আধিকারিক ও বিডিওর কাছে লিখিত অভিযোগ করেছিলেন ওই স্বাস্থ্যকর্মী। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছিলেন রতুয়া-১ ব্লকের বিডিও এবং রতুয়া গ্রামীণ হাসপাতালের মুখ্য স্বাস্থ্য আধিকারিক মাসুদ রহমান। তবে এখনও অভিযুক্ত সিনিয়র নার্সের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেননি কর্তৃপক্ষ। তাই শনিবার দুপুরে রতুয়া এলাকার স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত সিনিয়র নার্স শম্পা প্রামাণিকের বিরুদ্ধে বরখাস্ত করার আবেদনে বিক্ষোভ করেন।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments