top of page

পাওনা টাকা চাইতে গিয়ে ইট দিয়ে মাথায় আঘাত

Updated: Oct 15, 2020

পাওনা টাকা চাইতে গিয়ে বিবাদের জেরে আক্রান্ত এক ব্যক্তি। আক্রান্ত ব্যক্তি বর্তমানে মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজারের সাট্টারি এলাকায়। গতকাল রাতেই থানায় এই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।



আক্রান্ত ব্যক্তির নাম সইজুদ্দিন মিয়াঁ (৩০)। পরিবার সূত্রে জানা গিয়েছে, ১০ দিন আগে সইজুদ্দিন নিজের জমি চাষ করার দায়িত্ব দেন স্থানীয় তুফান মিয়াঁকে। তুফানের সেই চাষের ৫০০ টাকা পাওনা ছিল। সইফুদ্দিন কয়েকদিন পরে সেই টাকা দেওয়ার কথা বললেও রাজি হয়নি তুফান। এনিয়ে দুজনের মধ্যে বিবাদের সৃষ্টি হয়। অভিযোগ, সেই সময় তুফান ইট দিয়ে সইজুদ্দিনের মাথায় আঘাত করে। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে ভর্তি করেন। রাতেই সইজুদ্দিনের পরিবারের লোকজন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page