top of page

মাটির বদলে ধানের তুষ ও গমের ভুষি দিয়ে প্রতিমা তৈরি করছেন হোমগার্ড

পেশায় হোমগার্ড হলেও গত কয়েকবছর ধরে মাটি ছাড়া প্রতিমা তৈরি করে নজর কাড়ছেন শিল্পী বিষ্ণুচন্দ্র সাহা। গাছের ছাল, কখনও সুতো, কখনও আমের আঁটি দিয়ে প্রতিমা তৈরি করে মালদাবাসীর মন জয় করেছেন তিনি। এবার প্রতিমা তৈরির জন্য বেছে নিয়েছেন ধানের তুষ ও গমের ভুষিকে। প্রতিমার সজ্জায় ব্যবহৃত হচ্ছে রাংতা। তাঁর এই শিল্প স্থান পাবে মালদা শহরের বাঘাযতীন ক্লাবে।


মালদা শহরের বাসিন্দা বিষ্ণুচন্দ্র সাহা। পেশায় হোমগার্ড হলেও ছোটো থেকেই প্রতিমা গড়ার শখ রয়েছে তাঁর। গত কয়েকবছর ধরে তিনি প্রতিমা তৈরি করছেন। এবছর তাঁর হাতের প্রতিমা বনদুর্গা রূপে মণ্ডপে দেখা দেবে। মাটি বাঁচাতে প্রতিমা তৈরিতে ৫৯ বছরের এই শিল্পী ব্যবহার করছেন ধানের তুষ ও গমের ভুষির মণ্ড। তিনি জানান, আদ্যাশক্তি সবার মা৷ তিনি প্রকৃতিরও মা৷ গাছ কাটার ফলে প্রকৃতি ভারসাম্য হারিয়ে ফেলছে, ভূমিক্ষয় হচ্ছে। তাই এবার তিনি বনদুর্গা রূপে দেবা প্রতিমা তৈরি করছেন। অন্যান্য শিল্পীরাও যদি মাটির বদলে অন্য কিছু দিয়ে বড়ো প্রতিমাগুলি তৈরি করেন তবে অনেক মাটি বাঁচবে। নিরঞ্জনের পর সে সব মাটি নদীতে থিতিয়ে নদীর গতিপথ পরিবর্তন করবে না।


home-guards-are-making-idols-with-rice-husks-and-wheat-husks
প্রতিমা বনদুর্গা রূপে মণ্ডপে দেখা দেবে



আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page