শীঘ্রই আমের পাশাপাশি বিদেশে পাড়ি দিতে চলেছে মধু
আমের পাশাপাশি শীঘ্রই মালদার মধুও বিদেশে পাড়ি দিতে চলেছে। চলতি বছর থেকেই বিদেশে মধু রফতানি করার পরিকল্পনা নিয়েছে আইসিএআর-সিআইএসএইচ মালদা শাখা।
আজ সকালে সংস্থার মালদা জেলা শাখায় বেশ কিছু ল্যাবরেটরির উদবোধন করেন সংস্থার ডিরেক্টর। জেলা কৃষি গবেষণা কেন্দ্রের আধিকারিক দীপক নায়েক জানান, মধু বিদেশে রফতানির জন্য গুণগতমানের সার্টিফিকেট প্রয়োজন। এই ল্যাব থেকে মধুর গুণগতমান যাচাই করে সার্টিফিকেট দেওয়া হবে। সেই সার্টিফিকেট নিয়ে সহজেই বিদেশে মধু রফতানি করা যাবে। ইউরোপের দেশগুলিতে আম রফতানির জন্য আমার হট ওয়াটার ট্রিটমেন্ট প্রয়োজন। বেশি পরিমাণে কীটনাশক ব্যবহার করা হলে সেই আম রফতানি করা যায় না। এনিয়ে আমরা চাষিদের প্রশিক্ষণ দেব। আগামী মরশুমে ১০ টন আম রফতানি করা হবে। গোটা পশ্চিমবঙ্গে এই প্রথম মালদায় এমন বহুমুখি রিজিওনাল স্টেশন রয়েছে বলেও জানান মালদা শাখার ইনচার্জ।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
留言