বাপের বাড়ি যাওয়া নিয়ে বিবাদের জেরে গৃহবধূকে খুনের অভিযোগ
গৃহবধূকে খুনের অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে৷ মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার কোর্ট স্টেশন এলাকায়৷ এই ঘটনায় এখনও পর্যন্ত পুলিশে অভিযোগ দায়ের করা হয়নি।
জানা গেছে, পুরাতন মালদা পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাঞ্চনজঙ্ঘা পল্লির বাসিন্দা মামণি মণ্ডল (২২)৷ প্রায় পাঁচ বছর আগে দেখাশোনা করে তাঁর বিয়ে হয় কোর্ট স্টেশন এলাকার বাসিন্দা, ট্যাংকারচালক নিতাই মণ্ডলের সঙ্গে৷ তাঁদের এক মেয়ে, এক ছেলে৷ আজ সকালে শোওয়ার ঘর থেকে মামণিদেবীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়৷ তড়িঘড়ি তাঁকে মৌলপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷
[ আরও খবরঃ মোটা টাকা ঘুষ নেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে ]
মামণির ভাই পরিতোষ মণ্ডল জানান, দিদির বাড়ি আসা নিয়ে শ্বশুরবাড়িতে প্রায়শই ঝামেলা হত৷ তাঁকে মারধরও করা হত৷ এনিয়ে শাশুড়িও দিদির সঙ্গে ঝামেলা করত৷ গত শনিবার দিদি আমাদের বাড়িতে দেখা করতে আসে৷ এনিয়ে সেদিনও আবার ঝামেলা হয়৷ সেদিন রাত দুটো নাগাদ দিদি ফোন করে বলে, আমরা যেন তাকে নিয়ে আসি৷ তা না হলে শ্বশুরবাড়ির লোকজন তাকে মেরে ফেলবে৷ আজ সকালে আমরা খবর পাই, দিদি মারা গিয়েছে৷ সেই খবর পেয়ে আমরা মৌলপুর স্বাস্থ্যকেন্দ্রে আসি৷ দেখি, ট্যাক্সি করে দিদিকে নিয়ে আসা হয়েছে৷ জামাইবাবুও সেখানে রয়েছে৷ কিন্তু দিদিকে মৃত ঘোষণা করা হতেই জামাইবাবু সেখান থেকে পালিয়ে যায়৷ আমি নিশ্চিত, আমার দিদিকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে৷ আমি জামাইবাবু সহ তার পরিবারের সবার কঠোর শাস্তি দাবি করছি৷
টপিকঃ #DomesticViolence
留言