top of page

বাপের বাড়ি যাওয়া নিয়ে বিবাদের জেরে গৃহবধূকে খুনের অভিযোগ

গৃহবধূকে খুনের অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে৷ মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার কোর্ট স্টেশন এলাকায়৷ এই ঘটনায় এখনও পর্যন্ত পুলিশে অভিযোগ দায়ের করা হয়নি।


Housewife allegedly killed by in laws at Old Malda
শোওয়ার ঘর থেকে মামণিদেবীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। প্রতীকী ছবি

জানা গেছে, পুরাতন মালদা পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাঞ্চনজঙ্ঘা পল্লির বাসিন্দা মামণি মণ্ডল (২২)৷ প্রায় পাঁচ বছর আগে দেখাশোনা করে তাঁর বিয়ে হয় কোর্ট স্টেশন এলাকার বাসিন্দা, ট্যাংকারচালক নিতাই মণ্ডলের সঙ্গে৷ তাঁদের এক মেয়ে, এক ছেলে৷ আজ সকালে শোওয়ার ঘর থেকে মামণিদেবীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়৷ তড়িঘড়ি তাঁকে মৌলপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷




মামণির ভাই পরিতোষ মণ্ডল জানান, দিদির বাড়ি আসা নিয়ে শ্বশুরবাড়িতে প্রায়শই ঝামেলা হত৷ তাঁকে মারধরও করা হত৷ এনিয়ে শাশুড়িও দিদির সঙ্গে ঝামেলা করত৷ গত শনিবার দিদি আমাদের বাড়িতে দেখা করতে আসে৷ এনিয়ে সেদিনও আবার ঝামেলা হয়৷ সেদিন রাত দুটো নাগাদ দিদি ফোন করে বলে, আমরা যেন তাকে নিয়ে আসি৷ তা না হলে শ্বশুরবাড়ির লোকজন তাকে মেরে ফেলবে৷ আজ সকালে আমরা খবর পাই, দিদি মারা গিয়েছে৷ সেই খবর পেয়ে আমরা মৌলপুর স্বাস্থ্যকেন্দ্রে আসি৷ দেখি, ট্যাক্সি করে দিদিকে নিয়ে আসা হয়েছে৷ জামাইবাবুও সেখানে রয়েছে৷ কিন্তু দিদিকে মৃত ঘোষণা করা হতেই জামাইবাবু সেখান থেকে পালিয়ে যায়৷ আমি নিশ্চিত, আমার দিদিকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে৷ আমি জামাইবাবু সহ তার পরিবারের সবার কঠোর শাস্তি দাবি করছি৷



টপিকঃ #DomesticViolence

留言


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page