Search
পুকুর থেকে মিলল গৃহবধূর দেহ, খুন না আত্মহত্যা ধন্দে স্থানীয়রা
- আমাদের মালদা ডিজিট্যাল
- Oct 11, 2023
- 1 min read
দু’দিন ধরে নিখোঁজ ছিলেন। অবশেষে গতকাল বাড়ি থেকে বেশ খানিকটা দূরে একটি পুকুর থেকে উদ্ধার হল গৃহবধূর মৃতদেহ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুরের তেঁতুলবাড়ি গ্রামে। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
মৃত গৃহবধূর নাম তিলিয়া ঋষি (৩৬)৷ বাড়ি তেঁতুলবাড়ি গ্রামে। স্বামী দুবা ঋষি পেশায় শ্রমিক৷ পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাত থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যান তিলিয়া৷ স্বামী ভেবেছিলেন, হয়তো কোনও প্রতিবেশীর বাড়ি গিয়েছেন তিনি৷ কিন্তু গভীর রাত হওয়ার পরেও বাড়ি না ফেরায় সারা এলাকায় স্ত্রীর খোঁজ চালান দুবাবাবু। কিন্তু সন্ধান মেলেনি গৃহবধূর। অবশেষে গতকাল বিকেলে স্থানীয় কৃষকরা একটি পুকুরে তিলিয়ার দেহ ভাসতে দেখেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। আত্মহত্যা না খুন তা নিয়ে রহস্যের দানা বেঁধেছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
留言