ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু মহিলার, আতঙ্ক এলাকায়
ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গৃহবধূর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল পুরাতন মালদা পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের নেতাজিপল্লি এলাকায়। এদিকে, ডেঙ্গুতে মৃত্যুর ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে।
মৃত গৃহবধূর নাম পূর্ণিমা পাল (২৩)। স্বামী লিটন পাল। পরিবার সূত্রে জানা গেছে, ওই গৃহবধূ অন্তঃসত্ত্বা অবস্থায় গাজোলে বাবার বাড়ি যান। সেখানে সন্তান প্রসবের পর সদ্যোজাত বাচ্চাটি মারা যায়। সেই সময় থেকে প্রায় দুই মাস ধরে বাবার বাড়িতে ছিলেন তিনি। এরই মধ্যে তাঁর জ্বরের উপসর্গ দেখা দেয়। মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি হয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেও যান তিনি। গত ১৫ নভেম্বর আবার জ্বরের উপসর্গ নিয়ে মালদা মেডিকেল কলেজে ভরতি করা হয় তাঁকে। পরীক্ষা করে ডেঙ্গু ধরা পড়ে। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।
পুরসভার প্রশাসক বশিষ্ট ত্রিবেদী জানান, ওই মহিলা পুরাতন মালদার বাসিন্দা হলেও তাঁর ডেঙ্গু হয়েছিল বাবার বাড়িতে। যাই হোক এই ঘটনার পর পুরসভার কর্মীরা আরও সতর্ক হয়ে কাজ করবেন।
[ আরও খবরঃ না খেতে পেয়ে মৃত্যু সদ্যোজাতের, কাঠগড়ায় বৃহন্নলা ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comentários