Search
গৃহবধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে
- আমাদের মালদা ডিজিট্যাল
- Jun 7, 2019
- 1 min read
Updated: Sep 28, 2020
পণের খাট ভালো না দেওয়ায় নববধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুর বাড়ির লোকেদের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে মোথাবাড়ি থানার টিটিপাড়া গীতামোড়ে ঘটনাটি ঘটেছে। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার পর থেকে পলাতক স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেরা।
মৃত গৃহবধূর নাম তৃপ্তি মণ্ডল (২২)। স্বামী অচিন্ত্য মণ্ডল পেশায় সাটারিং মিস্ত্রী। জানা গিয়েছে, গত প্রায় এক মাসে বিয়ে হয় তাঁদের। বিয়ের সময় পণ হিসাবে একটি মোটরবাইক, নগদ টাকা সহ ঘরের আসবাবপত্র দেন তৃপ্তির বাবা নগের মণ্ডল। পণের খাট ভাল না হওয়ার বিয়ের পর থেকেই নববধূর উপর অত্যাচার শুরু করে শ্বশুরবাড়ির লোকেরা। অত্যাচার সহ্য করতে না পেরে একবার বাবার বাড়ি ফিরিয়ে এসেছিল তৃপ্তি। দুই পরিবারের মধ্যে মীমাংশার পরে ফের শ্বশুর বাড়ি ফিরে যায় তৃপ্তি।
অভিযোগ, বৃহস্পতিবার রাতে শ্বশুরবাড়ির লোকেরা তৃপ্তিকে মারধর করে শ্বাসরোধ করে খুন করে। তারপরে ঘরের মধ্যে গলায় ফাঁস লাগিয়ে তৃপ্তির দেহ ঝুলিয়ে দেয়। ঘটনার খবর পেয়ে মোথাবাড়ি থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
Comentários