উচ্চ মাধ্যমিকে প্রশ্নপত্র ফাঁস রুখতে একাধিক উদ্যোগ
উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রুখতে একাধিক উদ্যোগ নিচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। আগামী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নপত্রের প্যাকেট পরীক্ষা হলে পরীক্ষার্থীদের সামনে খোলা হবে। প্রতিটি ভেন্যুতে থাকছে মেটাল ডিটেক্টরও। গত বছরের মতো এবছরও প্রশ্নপত্রে সিরিয়াল নম্বর, কিউআর কোড থাকছে।
বৃহস্পতিবার দুপুরে মালদা শহরের বিপিন বিহারী টাউন হলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি সভা আয়োজিত হয়। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য সহ জেলা প্রশাসনের উপদেষ্টা কমিটির সদস্য ও শিক্ষক শিক্ষিকারা।
চিরঞ্জীববাবু জানান, আগামী বছর থেকে সেমিস্টার সিস্টেমে পরীক্ষা হতে চলেছে। এবার পুরোনো ব্যবস্থায় শেষ পরীক্ষা হতে চলেছে। এই পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রশ্নপত্র ফাঁস রুখতে বেশ কিছু সিকিউরিটি ফিচার যোগ করা হয়েছে। এবার প্রশ্নপত্র পরীক্ষা হলেই পরীক্ষার্থীদের সামনে খোলা হবে। প্রতিটি ভেন্যুতে মেটার ডিটেক্টর ব্যবহার করা হবে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুনউচ্চ
Comments