Search
বডি টেম্পারেচার স্ক্রিনিং শুরু হল মালদা স্টেশনে
- আমাদের মালদা ডিজিট্যাল
- Jun 27, 2020
- 1 min read
Updated: Sep 25, 2020
বিমানবন্দরের মতো এবার মালদা টাউন রেলওয়ে স্টেশনে চালু হল হিউম্যান বডি টেম্পারেচার স্ক্রিনিং সিস্টেম। যাত্রীদের ট্রেনে ওঠার আগে বডি টেম্পারেচার স্ক্যানিং এই সিস্টেমের মধ্য দিয়ে হবে। তারপরই যাত্রীরা ট্রেনে চলাচল করতে পারবেন।
টেম্পারেচার স্ক্যানিংয়ের পাশাপাশি যাত্রীদের টিকিটও স্ক্যানিং করা হবে এই সিস্টেমের মধ্য দিয়ে। এতে সমস্ত রেলযাত্রীর ডেটা কালেকশন হয়ে যাবে। সেই সঙ্গে সিস্টেমের মধ্যে যে রেলযাত্রীর টেম্পারেচার বেশি থাকবে ট্রেনে উঠতে দেওয়া হবে না।
মালদা রেলওয়ে ডিভিশনের ডিআরএম যতীন্দ্র কুমার জানান, মালদার উপর দিয়ে দূরপাল্লার ট্রেন হিসেবে পদাতিক এক্সপ্রেস, ব্রহ্মপুত্র মেইল এবং সপ্তাহের দুই-একটি ব্যাঙ্গালোর-মুম্বই যাওয়ার ট্রেন পরিষেবা চালু রয়েছে। আজ যাত্রীদের স্ক্রিনিংয়ের জন্য এক নম্বর প্ল্যাটফর্মে হিউম্যান বডি টেম্পারেচার স্ক্রিনিং সিস্টেম ইনস্টল করা হয়েছে। সমস্ত যাত্রীদের এই সিস্টেমের মাধ্যমে স্ক্রিনিং করে ট্রেনে উঠতে হবে। এই সিস্টেমের ফলে সংক্রমণের আশঙ্কা কমে যাবে।
Comments