top of page

পরকীয়ার প্রতিবাদ করায় খুনের অভিযোগ, গ্রেপ্তার স্বামী

পরকীয়ার প্রতিবাদের অভিযোগে স্ত্রীকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। ইতিমধ্যে অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করে মালদা জেলা আদালতে পেশ করেছে বৈষ্ণবনগর থানার পুলিশ। অভিযোগ দায়ের হওয়ায় মাত্র ৬ ঘণ্টার মধ্যে খুনের কিনারা করে ফেলেছেন তদন্তকারী অফিসাররা।


নিহত স্ত্রীর নাম রুকসানা খাতুন (১৯)। বাড়ি কালিয়াচক ৩ নম্বর ব্লকের বেদরাবাদ গ্রাম পঞ্চায়েতের কালীনগর গ্রামের জোলাপাড়ায়৷ পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় দেড় বছর আগে পার্শ্ববর্তী গ্রামের ২০ বছরের যুবক আবদুল সালামের সঙ্গে রুকসানার বিয়ে হয়৷ বর্তমানে তিনি সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন৷ অভিযোগ, মাস ছয়েক ধরে অন্য এক তরুণীর সঙ্গে সালামের অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানাজানি হতেই স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি শুরু হয়। এনিয়ে পরিবারে প্রতিদিনই ঝামেলা লেগে থাকত। ঘটনার জেরে এলাকার সালিশি সভাও বসেছিল। গত শনিবার রুকসানার মৃতদেহ উদ্ধার হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ৷ রুকসানার মোবাইল ফোনের কল লিস্ট খতিয়ে দেখে ছ’ঘণ্টার মধ্যে গ্রেফতার করা হয় আবদুল সালামকে৷


রুকসানার বাবা হোসেন মিয়াঁ পুলিশকে জানান, গর্ভবতী হওয়ায় কয়েকদিন আগেই রুকসানা তাঁদের বাড়ি এসেছিল৷ শনিবার রাত ন’টা নাগাদ ওর মোবাইলে কারও ফোন আসে৷ ফোনে কথা বলতে বলতে সে বাড়ির বাইরে বেরিয়ে যায়৷ আধ ঘণ্টার বেশি সময় হয়ে গেলেও বাড়ি না ফেরায় তাঁরা মেয়ের মোবাইলে ফোন করেন৷ কিন্তু ফোন বেজে গেলেও রুকসানা ফোন ধরেননি৷ চারিদিকে রুকসানার খোঁজ চালানো হয়। অবশেষে বাড়ির অদূরেই অচেতন অবস্থায় মেয়েকে পড়ে থাকতে দেখেন তাঁরা৷ তড়িঘড়ি রুকসানাকে স্থানীয় বেদরাবাদ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা রুকসানাকে মৃত বলে ঘোষণা করেন।



জেলা পুলিশের তরফে প্রেস বিবৃতি দিয়ে জানানো হয়, এই ঘটনায় অভিযোগ দায়ের হওয়ার পরেই অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ), এসডিপিও (কালিয়াচক), এবং বৈষ্ণবনগর থানার আইসি তদন্তে নামেন৷ তদন্তে নিহত বধূর স্বামীর নাম সামনে আসে৷ তাকে আটক করে জেরা শুরু হয়৷ দফায় দফায় জেরার পর আবদুল সালাম স্বীকার করে, পরকীয়ার কাঁটা সরাতেই পরিকল্পনা করে সে তার স্ত্রীকে খুন করেছে৷ নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে অভিযুক্তকে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comentarios


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page