top of page

জমি চাষ করতে গিয়ে উদ্ধার বৌদ্ধদের অবলোকিতেশ্বর মূর্তি

জমি চাষ করতে গিয়ে উদ্ধার বৌদ্ধদের অবলোকিতেশ্বর মূর্তি। উদ্ধার হওয়া মূর্তিতে আপাতত নিজেদের হেপাজতে নিয়েছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে হবিবপুর থানার শ্রীকৃষ্ণপুর গ্রামে।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকার বাসিন্দা সরেস কিস্কু ট্র্যাক্টর দিয়ে জমি চাষ করাচ্ছিলেন। সেই সময় মাটির নিচ থেকে মূর্তিটি উদ্ধার হয়। মূর্তিটির উচ্চতা প্রায় দেড় ফুট। মূর্তি উদ্ধারের খবর পেয়ে গ্রামবাসীরা পূজার্চনা শুরু করে। যদিও পরে পুলিশ এসে মূর্তিটি নিয়ে যায়।


যে মূর্তিটি উদ্ধার হয়েছে, সেটির একটি মুখ৷ দুটো হাত৷ অবশ্য দুটো হাতই ভেঙে গিয়েছে৷ মূর্তিটির মাথার জটায় বুদ্ধদেবের মূর্তি খোদাই করা রয়েছে৷ পায়ের নীচে পদ্ম৷ পুরাতত্ব গবেষক সুরজিৎ দাসের দাবি, মূর্তিটি বৌদ্ধদের দেবতা অবলোকিতেশ্বরের৷ মূর্তিটির দু’দিকে ছোট আরও দুটি মূর্তি রয়েছে৷ ডানদিকের ছোট মূর্তিটি সুদান কুমারের৷ বামদিকে রয়েছেন হায়গ্রীব৷ এই দু’জন অবলোকিতেশ্বরের সহকারী৷ মূল মূর্তিটির দুটো হাত ভাঙা থাকলেও ডান হাতের ভঙ্গি দেখে মনে হচ্ছে, সেই হাতে তিনি অভয় দান করছেন৷ অন্য হাতে হয়তো পদ্মফুল ছিল৷



মালদা জেলা মিউজিয়ামের প্রাক্তন কিউরেটর সাধন দেব জানান, বেশ কয়েকবছর আগেই হবিবপুরের জগজীবনপুরে প্রাচীন বৌদ্ধবিহারের সন্ধান মিলেছে। মূর্তিটির ছবি দেখে বোঝা যাচ্ছে, সেটি বৌদ্ধদের দেবতা অবলোকিতেশ্বরের মূর্তি৷ সম্ভবত মূর্তিটি পাল আমলে তৈরি৷ কারণ, ওই আমলেই জগজীবনপুর বৌদ্ধবিহার প্রতিষ্ঠিত হয়েছিল৷


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page