রক্তের কারবারের অপরাধে ধৃত ২, মেডিকেলে সক্রিয় দালালচক্র!
ফের মালদা মেডিকেলে সক্রিয় হয়ে উঠেছে রক্তের দালালচক্র। ইতিমধ্যে ব্লাড ব্যাংক সংলগ্ন এলাকায় হানা দিয়ে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ। ধৃতদের আদালতের মাধ্যমে পুলিশি হেপাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারী অফিসাররা। ধৃতদের জেরা করেই এই চক্রের মূল পাণ্ডাদের খোঁজ চালানো হচ্ছে। তবে এনিয়ে সংবাদমাধ্যমে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি জেলা পুলিশের শীর্ষ আধিকারিকরা।
তবে জেলা পুলিশের তরফে প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, মঙ্গলবার গভীর রাতে তথ্যের ভিত্তিতে ইংরেজবাজার থানার পুলিশ মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংক সংলগ্ন এলাকায় হানা দিয়ে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। ধৃতদের নাম আলিম শেখ (৪২) ও খুদু দাস (৪০)। ধৃতদের বাড়ি ইংরেজবাজারের মীরচক ও পুরাতন মালদার সাহাপুর এলাকায়। ধৃতরা টাকার বিনিময়ে রক্ত বিক্রির সঙ্গে যুক্ত রয়েছে। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই মালদা মেডিকেলে রক্তের দালালচক্রের অভিযোগ ছিল। বিশেষত মালদা জেলার রক্ত যোদ্ধারা এনিয়ে বারবার প্রতিবাদ করে এসেছেন। হানা দিয়ে বেশ কয়েকজনকে গ্রেফতারও করেছে পুলিশ। পুলিশি ধরপাকড়ের কিছুদিন এই দালাল চক্র চুপচাপ থাকলেও কিছুদিনের মধ্যেই ফের সক্রিয় হয়ে ওঠে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments