পশ্চিমবঙ্গ থেকে নিষিদ্ধ করা হয়েছে গুটখা জাতীয় দ্রব্য। রাজ্য সরকারের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় গত ৭ অক্টোবর থেকে রাজ্যের কোথাও গুটখা জাতীয় দ্রব্য বিক্রি করা যাবে না। রাজ্য সরকারের নির্দেশিকার কোনো প্রভাব পড়েনি বিক্রেতাদের মধ্যে। এমনই ছবি ধরা পড়ল শুক্রবার। মালদা জেলার বিভিন্ন প্রান্তে অবাধে বিক্রি হচ্ছে গুটখা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বিক্রেতা জানান, পশ্চিমবঙ্গ সরকার গুটখাতে নিষেধাজ্ঞা জারি করেছে তা লোকমুখে শুনেছি। প্রশাসনিকভাবে আমাদের এখনও কোনো নির্দেশিকা দেওয়া হয়নি। এখনও দোকানে গুটখা সাপ্লাই হচ্ছে। সরকার গুটখা নিষিদ্ধ করতে চাইলে প্রস্ততকারক কোম্পানিগুলোকে বন্ধ করতে হবে।
Comments