top of page

অবৈধভাবে গাছ কাটছে রাজনৈতিক আশ্রিতরা, অভিযোগ প্রধানের

ওয়াকফ বোর্ডের অধীনে থাকা আম বাগান থেকে লক্ষ লক্ষ টাকার গাছ অবৈধভাবে কেটে নেওয়ার অভিযোগ রতুয়ায়। জানা গিয়েছে, রতুয়া-সামসী রাজ্য সড়কের পাওয়ার হাউসের পাশে প্রায় ৩২ বিঘা ওয়াকফ বোর্ডের সম্পত্তি রয়েছে। সেখানে প্রায় শতাধিক আমগাছ আছে।


রতুয়ার তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ আলমগীর রেজা চৌধুরির অভিযোগ, সেই আম বাগান থেকে প্রায় ২০ থেকে ২৫ টি গাছ কেটে নেওয়া হয়েছে। সিপিএম ও কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটনা ঘটাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তিনি আরও বলেন, এই ঘটনা জানতে পেরেই তিনি পুলিশে জানান। পুলিশ ঘটনাস্থল থেকে ২ লক্ষ টাকার কাঠ বাজেয়াপ্ত করেছে। তবে দুষ্কৃতীরা পুলিশকে দেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এরপরে তিনি জেলাশাসককে সমস্ত ঘটনা লিখিতভাবে জানান।



ঘটনা প্রসঙ্গে সিপিআইএমের জেলা সম্পাদক অম্বর মিত্র জানান, সিপিআইএম ওয়াকফ বোর্ডের গাছ কখনোই কাটতে যাবে না। সিপিএমের নেতা-কর্মীরা এধরণের কাজ আগেও করেনি এখনও করে না। এই সব ঘটনা তৃণমূল সরকারের আমলেই ঘটছে। যে অভিযোগ তোলা হয়েছে তা ভিত্তিহীন। প্রশাসন ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিক।


Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page