বর্ষার শুরুতেই জাতীয় সড়কে দুর্ঘটনা, ক্ষুব্ধ চালকরা
বর্ষার শুরুতেই নিকাশি ব্যবস্থা ও বেহাল রাস্তা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছে শহরের একাংশ। শুধু গ্রামের রাস্তা নয় মালদা শহরের ওপর দিয়ে চলে যাওয়া ৩৪ নম্বর জাতীয় সড়কের অবস্থাও আশঙ্কাজনক। ইতিমধ্যে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুজনের। টোল ট্যাক্স দেওয়ার পরেও কেন জাতীয় সড়ক সংস্কার হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলেছেন গাড়ি চালকেরা। এই বিষয়ে মন্তব্য করতে নারাজ জাতীয় সড়ক কর্তৃপক্ষ।
গাড়ি চালকদের অভিযোগ, বর্ষার শুরুতেই বিপজ্জনক হয়ে উঠেছে জাতীয় সড়ক। রাস্তায় একাধিক গর্ত। বর্ষার সময় জল জমে থাকায় সেই গর্ত বোঝা যায়। যে কোনও সময় ঘটতে পারে দুর্ঘটনা। প্রতিদিন গাড়ি চালকদের থেকে টোল ট্যাক্স আদায় করছে টোল কর্তৃপক্ষ অথচ জাতীয় সড়ক সংস্কারের কোনও উদ্যোগ নেওয়া হচ্ছে না। দ্রুত জাতীয় সড়ক সংস্কার না হলে দুর্ঘটনায় প্রাণহানি হতে পারে অনেকের।
যদিও এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি জাতীয় সড়ক কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের দাবি, রাস্তার ওই অংশ টোল কর্তৃপক্ষের অধীনে। ফলে রাস্তার সংস্কার সংক্রান্ত সমস্ত বিষয় টোল কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে। (#NH34)
ছবিঃ চন্দন কর্মকার
Comments