এটিএম কার্ড জালিয়াতিতে চার বছরের কারাদণ্ড
এটিএম কার্ড জালিয়াতি করে টাকা হাতানোর ঘটনায় দুই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ডের নির্দেশ দিল মালদা জেলা আদালত। বুধবার মালদা জেলা আদালতে দুইজনের চার বছরের জেল ও কুড়ি হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের জেলের নির্দেশ দিল মালদা জেলা আদালত।
২০১৯ সালের ১০ অক্টোবর মালদার হবিবপুর থানার বুলবুলচণ্ডী বাসস্ট্যান্ডে এক মহিলার এটিএম কার্ড হাতিয়ে নেয় দিলবার হোসেন ও মেহেবুব আলম। সেই এটিএম কার্ড দিয়ে দুইজনে মালদা শহরের একটি দোকান থেকে সোনার অলংকার কেনে। এটিএম কার্ড জালিয়াতির বিষয়টি জানতে পেরে করুণা বালা অধিকারী ১৬ অক্টোবর মালদা সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করে। ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করে। ধৃতরা উত্তর দিনাজপুরের বাসিন্দা। দুই বছর ধরে ১৪ জন সাক্ষী ও বিভিন্ন প্রমাণের ভিত্তিতে দুই জনকে দোষী সাব্যস্ত করে মালদা জেলা আদালত।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments