করোনার দ্বিতীয় ঢেউয়ে মালদায় মৃত ১৬
দিনের পর দিন জেলায় বাড়ছে করোনা সংক্রমিতের সংখ্যা। গতকাল পর্যন্ত জেলায় মোট সংক্রমিতের সংখ্যা ছিল ২৩৯৮। করোনার দ্বিতীয় হামলায় এখনও পর্যন্ত মালদায় মৃত্যু হয়েছে ১৬ জনের৷ একথা জানিয়েছেন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায়৷
পার্থপ্রতিমবাবু জানান, মালদা মেডিকেলের ট্রমা কেয়ার ইউনিটের করোনা ইউনিটের বেড বাড়ানো নিয়ে তাঁরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন। তবে এনিয়ে এখনও কোনও সরকারি নির্দেশিকা আসেনি।
এই মুহূর্তে এই করোনা ইউনিটে ১৫০টি বেড রয়েছে৷ এখনও পর্যন্ত ওই ইউনিটে ভরতি রয়েছেন মোট ১০২ জন৷ তাঁদের মধ্যে ২৭ জনের অবস্থা আশঙ্কাজনক৷ আশঙ্কাজনক পাঁচজনকে সিসিইউয়ে ভরতি করা হয়েছে৷
তিনি আরও বলেন, করোনা ইউনিটে অক্সিজেনের যাতে কোনও অভাব না হয়, তার জন্য নতুন অক্সিজেন ট্যাংক তৈরির কাজ চলছে। আগামী কয়েকদিনের মধ্যে নতুন অক্সিজেন ট্যাংক চালু হয়ে যাবে৷ ওই ট্যাংক থেকে সরাসরি করোনা ইউনিটে অক্সিজেন সরবরাহ করা হবে৷
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments