top of page

মাধ্যমিক পরীক্ষায় ব্যবহার হতে চলেছে মেটাল ডিটেক্টর

আগামী মাধ্যমিক পরীক্ষায় প্রথমবারের জন্য মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষার্থীদের পরীক্ষা করা হবে। পুরোনো অভিজ্ঞতা থেকে শুধুমাত্র মালদা জেলার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে পর্ষদ সূত্রে জানা গিয়েছে।


আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। গত কয়েক বছরে মালদা জেলা থেকে প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ উঠেছিল। সেই অভিজ্ঞতা থেকে প্রথমবারের জন্য পরীক্ষার্থীদের মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করা হবে।




পর্ষদ নিযুক্ত মাধ্যমিক পরীক্ষার মালদা জেলা আহ্বায়ক বিপ্লব গুপ্ত জানান, মালদা জেলায় মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে ইলেকট্রনিক গ্যাজেট ব্যবহারের প্রবণতা লক্ষ্য করা গিয়েছে৷ পরীক্ষাকে সুরক্ষিত করার জন্য জেলা মাধ্যমিক পর্যবেক্ষণ টিমের তরফে পর্ষদ ও জেলা প্রশাসনের কাছে মেটাল ডিটেক্টর ব্যবহার করার আবেদন জানানো হয়েছে৷ তবে সমস্ত পরীক্ষাকেন্দ্রে মেটাল ডিটেক্টর থাকবে না৷ ভিজিল্যান্স টিম পরীক্ষাকেন্দ্রে গিয়ে সন্দেহজনক মনে হলে মেটাল ডিটেক্টর ব্যবহার করবে। কোনও পরীক্ষাকেন্দ্রের কর্তৃপক্ষ নিজেদের উদ্যোগে মেটাল ডিটেক্টর ব্যবহার করতে চাইলে তারা তা করতে পারে।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন


Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page