অমৃত ভারত এক্সপ্রেসের উদ্বোধন, ভারত বনধে আটকে একাধিক ট্রেন
দেশের প্রথম অমৃত ভারত এক্সপ্রেসের উদ্বোধনের দিনই আদিবাসী সেঙ্গেল অভিযানের বনধে প্রভাব পড়ল। বনধের জেরে বেশ কিছু প্রিমিয়াম ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে পড়ে। আটকে পড়ে আগরতলা-সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস, শতাব্দী এক্সপ্রেস, বালুরঘাট-কলকাতা তেভাগা এক্সপ্রেস, এনজেপিগামী বন্দে ভারত এক্সপ্রেস সহ আরও একাধিক এক্সপ্রেস ও প্যাসেঞ্জার ট্রেন৷ দুর্ভোগে পড়েন রেলযাত্রীরা৷
দুপুর ১২টা নাগাদ ভার্চুয়ালি দেশের প্রথম অমৃত ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের প্রথম অমৃত ভারত এক্সপ্রেসে যাত্রার সুযোগ মেলে পড়ুয়াদের। উপস্থিত ছিলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, দক্ষিণ মালদার সাংসদ আবু হাসেম খান চৌধুরি, ইংরেজবাজার বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরি সহ অন্যান্যরা।
রেল সূত্রে জানা গিয়েছে, ট্রেনে মোট ২২টি কামরার মধ্যে মধ্যে ১২টি স্লিপার, ৮টি জেনারেল ও দুটি বিশেষভাবে সক্ষমদের জন্য কামরা রয়েছে৷ প্রতিটি কামরায় সিসিটিভি ক্যামেরা লাগানো থাকছে৷ থাকছে অগ্নি নির্বাপণ ব্যবস্থাও। টয়লেটে ভ্যাকুয়াম ব্যবস্থার সঙ্গে রয়েছে আপৎকালীন অ্যালার্মের ব্যবস্থাও৷ যদি কেউ টয়লেটের ভিতরে কোনও সমস্যায় পড়েন, তবে তিনি এই বোতাম টিপে বিষয়টি ট্রেনে থাকা কর্মীদের সতর্ক করতে পারবেন৷ এই ট্রেন অত্যন্ত দ্রুতগতিসম্পন্ন৷ ঘণ্টায় ১৩০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে চলতে পারে৷ স্লিপার ক্লাসে ৯২৫ টাকা ভাড়া গুণতে হবে যাত্রীদের। প্রথম দিনেই সমস্ত টিকিট বুক হওয়ার পর ওয়েটিংয়ে চলে গিয়েছে বলে রেল সূত্রে খবর।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments