মালদায় মুখ্যমন্ত্রীর সভার আগে আয়করের হানা তৃণমূল নেতার বাড়িতে
মালদায় মুখ্যমন্ত্রীর সভার আগেই আয়কর দফতরের হানা। আজ সকালে আয়কর দফতরের আধিকারিকরা তৃণমূল নেতা হেমন্ত শর্মার বাড়িতে হানা দেয়। টানা নয় ঘণ্টা ধরে তল্লাশি চলছে হেমন্ত শর্মার সর্বমঙ্গলাপল্লির বাড়িতে। একই সঙ্গে হেমন্ত শর্মার পৈত্রিক বাড়ি বুলবুলচণ্ডীতে অবস্থিত রাইস মিল, সুস্থানি মোড়ের গোডাউন, ও মালদা শহরের স্টেশন রোডের অফিসে হানা দেয় আয়কর দফতরের (#IncomeTax) আধিকারিকরা। খবর পেয়ে হেমন্তবাবুর বাড়িতে ছুটে আসে ইংরেজবাজার থানার পুলিশ। আধিকারিকদের সঙ্গে কথা বলে ফিরে যান ইংরেজবাজার থানার পুলিশ অফিসাররা।
উল্লেখ্য, পেশায় ব্যবসায়ী হেমন্ত শর্মা এক সময় জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক ছিলেন। দলে কো-অর্ডিনেটর পদের দায়িত্ব ও সামলেছেন তিনি। আন্তর্জাতিক রফতানি কারক হিসেবেও পরিচিতি রয়েছে হেমন্তবাবুর।
আয়কর দফতরের তল্লাশি চলাকালীন বাড়ি থেকে কাউকে বেরোতে দেওয়া হয়নি। শুধুমাত্র এক আধিকারিক বাড়ি থেকে বেরিয়ে এসেছিলেন। এ নিয়ে তাঁকে নানা প্রশ্ন করা হলেও কোনরকম উত্তর দেননি ওই আধিকারিক। ইনি শুধু জানান, তাঁদের অনেক কাজ রয়েছে, সেই কাজ করতে দিন।
বিকেল সাড়ে চারটা পর্যন্ত হেমন্তবাবুর বাড়িতে অভিযান চলছে আয়কর দফতরের। অনুমান করা হচ্ছে আয়কর দফতরের এই অভিযান আরও কয়েক ঘণ্টা চলতে পারে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comentarios