top of page

কালিয়াচকের বিড়ি ফ্যাক্টরিতে হানা আয়কর দফতরের

সাত সকালে কেন্দ্রীয় বাহিনী নিয়ে কালিয়াচকের একটি বিড়ি ফ্যাক্টরিতে হানা আয়কর দফতরের। এখনও পর্যন্ত আয়কর দফতরের আধিকারিকরা ফ্যাক্টরিতেই রয়েছেন। ফ্যাক্টরির কর্মীদের যাতায়াত করতে দেওয়া হলেও বাইরের কাউকে ফ্যাক্টরিতে ঢুকতে দেওয়া হয়নি। ঘটনাকে কেন্দ্র করে কালিয়াচকের সুলতানগঞ্জে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে।


কালিয়াচকের সুলতানগঞ্জে রয়েছে পতাকা বিড়ি ফ্যাক্টরি৷ রাজ্যের প্রথম সারির বিড়ি ফ্যাক্টরির মধ্যে অন্যতম পতাকা বিড়ি ফ্যাক্টরি। স্থানীয় বাসিন্দাদের দাবি, এই ফ্যাক্টরির মালিক তৃণমূল ঘনিষ্ঠ। আজ সকালে হঠাৎ কেন্দ্রীয় বাহিনী নিয়ে সুলতানগঞ্জের ওই ফ্যাক্টরিতে হানা দেন আয়কর দফতরের আধিকারিকরা। জানা গিয়েছে, আজ সকালে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে থাকা পতাকা ইন্ডাস্ট্রিজের আরেক শাখায়ও হানা দিয়েছে আয়কর দফতর।



কালিয়াচকের বিড়ি ফ্যাক্টরির এক শ্রমিক জানান, আজ সকালে কেন্দ্রীয় বাহিনী নিয়ে কিছু অফিসার ফ্যাক্টরিতে ঢোকেন। তারপর থেকেই তাঁরা বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখছেন। পরে জানতে পারি তাঁরা আয়কর দফতরের অফিসার। তিনি চার ঘণ্টা ফ্যাক্টরিতে ছিলেন সেই সময়ে অফিসাররা কোনো টাকা-পয়সা পাননি। তবে তাঁরা কী চাইছেন তা কেউ বুঝে উঠতে পারেনি।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

コメント


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page