top of page

ভারত-বাংলাদেশের মহিলা শিল্পদ্যোগীদের মৈত্রী মেলা মালদায়

দুই দেশের মহিলা শিল্পদ্যোগীদের উৎসাহিত করতে ভারত-বাংলাদেশের মহিলা ব্যবসায়ীদের নিয়ে মেলার আয়োজন করতে চলেছে মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্স। মার্চ মাসের ৯ তারিখ থেকে ১২ তারিখ পর্যন্ত এই মেলা আয়োজিত হবে। এই মেলা থেকে দুই দেশের মেলবন্ধন ঘটবে বলে আশাবাদী শিল্পদ্যোগীরা।


মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক উত্তম বসাক জানান, আগামী ৯ থেকে ১২ মার্চ মালদায় ভারত ও বাংলাদেশের মহিলা শিল্পদ্যোগী-শিল্পী-ব্যবসায়ীদের নিয়ে একটি মেলার আয়োজন হতে চলেছে। এনিয়ে গতকাল রাতে মালদার মহিলা শিল্পদ্যোগীদের নিয়ে বৈঠক করা হয়েছে। এই মেলা থেকে দুই দেশের শিল্পদ্যোগীরা উপকৃত হবেন।



গীতা গুহ নামে এক শিল্পী জানান, বর্তমান সময়ে সমস্ত মহিলা স্বনির্ভর হতে চান। সেই লক্ষ্য নিয়ে আমরা ময়দানে নেমেছি। চেম্বার অব কমার্সের তরফে যে মেলার আয়োজনের চিন্তাভাবনা করা হয়েছে তা আমাদের মতো মহিলাদের নিজেদের লক্ষ্যে পৌঁছতে অনেকটা সাহায্য করবে। পাশাপাশি মেলা থেকে দুই দেশের মেলবন্ধন বাড়বে।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page