top of page

আরও এক শিশুমৃত্যু মালদা মেডিকেলে

ফের মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে শিশু মৃত্যু। মৃত শিশুর জ্বর-সর্দি-শ্বাসকষ্ট ছিল।


মৃত শিশুর নাম গৌর মণ্ডল। বয়স পাঁচ মাস। জানা গিয়েছে, তিন-চার দিন ধরে জ্বর-সর্দি-শ্বাসকষ্ট নিয়ে ভুগছিল গৌর। এরপরেই চিকিৎসার জন্য মালদা মেডিকেল কলেজে ভরতি করা হয় ওই শিশুকে। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ওই শিশুর। মেডিকেলে একের পর এক শিশু মৃত্যুর ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। যদিও মেডিকেল কর্তৃপক্ষের দাবি, প্রতিবছর ঋতু পরিবর্তনের সময় এধরণের ঘটনা ঘটে থাকে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। পাশাপাশি জানা গিয়েছে, মালদা মেডিকেলে পিকু ওয়ার্ডের পাশাপাশি সিসিইউ বিভাগে অতিরিক্ত বেডের ব্যবস্থা করেছে মেডিকেল কর্তৃপক্ষ।


Infant-death-at-Malda-Medical-College-again
মৃত শিশুর জ্বর-সর্দি-শ্বাসকষ্ট ছিল



আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page