top of page

জন্ম নিয়ন্ত্রণে সচেতনতা বাড়াতে উদ্যোগ মেডিকেল কর্তৃপক্ষের

জন্ম নিয়ন্ত্রণে সচেতনতা বাড়াতে উদ্যোগ নিল মালদা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। আজ মেডিকেল কলেজ চত্বরে বিভিন্ন ব্লকের পুরুষ ও মহিলাদের নিয়ে একটি সচেতনতা শিবির করা হয়। শিবিরে উপস্থিত ছিলেন মালদা মেডিকেল কলেজের এসএসভিপি সহ অন্যান্য আধিকারিকরা।


মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে, ১১ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত বিশ্ব জনসংখ্যা স্থিতিকরণ পক্ষ পালন করছে মালদা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। তারই অঙ্গ হিসেবে সাধারণ মানুষকে সচেতন করতে আজ মেডিকেল কলেজে বিভিন্ন ব্লকের পুরুষ ও মহিলাদের নিয়ে একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। শিবিরে জন্ম নিয়ন্ত্রণের বিভিন্ন পদ্ধতি, জনসংখ্যা বৃদ্ধির ফল সহ একাধিক বিষয়ে আলোচনা করা হয়।



মালদা মেডিকেল কলেজের এমএসভিপি পূরঞ্জয় সাহা জানান, জন্ম নিয়ন্ত্রণে অনেক মা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে সুফল পেয়েছেন। তাঁরা যদি জন্ম নিয়ন্ত্রণে প্রচার চালান তবে জনসংখ্যা অনেকটা কমানো সম্ভব হবে। পাশাপাশি শিশু জন্ম দিতে গিয়ে মায়ের মৃত্যুর সংখ্যাও কমবে। এই উদ্দেশ্য নিয়ে আজ একটি সচেতনতা শিবির করা হয়েছে। যেসব পুরুষ ও মহিলারা জন্ম নিয়ন্ত্রণে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেছেন এমন ১০ জনকে আজ মেডিকেল কলেজের তরফে সংবর্ধনা দেওয়া হয়েছে।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page