top of page

গাজোলে উদযাপিত হল বিশ্ব আদিবাসী দিবস

পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে আদিবাসী উন্নয়ন বিভাগের উদ্যোগে গাজোল ব্লকের বিডিও অফিসের অন্নদাশংকর সদনে উদযাপিত হল বিশ্ব আদিবাসী দিবস। সিধু-কানুর প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন জেলাশাসক রাজর্ষি মিত্র। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক, মালদা জেলার প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্র সহ অন্যান্য প্রশাসনিক কর্তারা।


International Day of the World's Indigenous Peoples celebrated in Gazol



রাজ্য ও জেলা স্তরের কর্মসূচি নিয়ে অনগ্রসর শ্রেণী ভুক্ত আদিবাসী সম্প্রদায়ের কৃতি মানুষদের সংবর্ধনা ও বিভিন্ন পরিষেবা প্রদান করা হয় এদিন। এই বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে ব্লক ক্যাম্পাসে স্যানিটেশন দফতর, উদ্যানপালন দফতর, অনগ্রসর শ্রেণীভুক্ত আদিবাসী সম্প্রদায় বিভাগের পক্ষ থেকে বেশ কয়েকটি স্টল খোলা হয়।

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page