ছোটো গাড়ির স্ট্যান্ড নিয়ে প্রশাসনকে ডেপুটেশন
রথবাড়ি থেকে ছোটো গাড়ির স্ট্যান্ড কোতোয়ালি রুটে তুলে নিয়ে যাওয়ার পরিকল্পনার প্রতিবাদে পুলিশসুপার ও জেলাশাসকের কাছে ডেপুটেশন দিল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসি।
আজ দুপুরে আইএনটিইউসি’র জেলা সভাপতি লক্ষ্মী গুহের নেতৃত্বে ছোটো গাড়িচালক ও কর্মীরা পুলিশসুপার এবং জেলাশাসকের দফতরের সামনে জমায়েত হন। সংগঠনের জেলা সভাপতি লক্ষ্মী গুহ অভিযোগ করে বলেন, এক ট্রাফিক পুলিশকর্তা বেআইনিভাবে রথবাড়ি থেকে ছোটো গাড়ির স্ট্যান্ডের জায়গা বদলে কোতোয়ালি রুটের নিয়ে যেতে চাইছেন। এই পরিকল্পনার প্রতিবাদে তাঁদের এই আন্দোলন। পাশাপাশি এই পরিকল্পনার প্রতিবাদ করায় ট্রাফিকের ওই পদস্থ কর্তা তাঁদের হুমকি দিচ্ছেন। তাই আজ সংগঠনের পক্ষ থেকে পুলিশসুপার এবং জেলাশাসককে ডেপুটেশন দেওয়া হয়েছে।
[ আরও খবরঃ আক্রান্ত ডালু, করোনা নিয়ে সতর্ক করল মেডিকেল ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments