top of page

এক বছরে চারবার বদল সভাপতির মিউজিক্যাল চেয়ার

এ যেন মিউজিক্যাল চেয়ার। একই বছরে চারবার পরিবর্তন হল মালদা জেলা আইএনটিইউসির সভাপতি। এই বিষয়ে আজ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন সংগঠনের প্রাক্তন সভানেত্রী লক্ষ্মী গুহ। পাশাপাশি পুরো বিষয়টি চক্রান্ত বলেও মন্তব্য করেন তিনি।


INTUC president has changed four times in the same year

আজ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, বিশ্বনাথ গুহের নামে রথবাড়ির এই শ্রমিক সংগঠন। সংবাদমাধ্যমে তিনি জানতে পারেন ফের সংগঠনের সভাপতি পরিবর্তন করা হয়েছে। রাজ্য নেতৃত্ব কোনও আলোচনা ছাড়ায় কাজী নজরুল ইসলামকে সংগঠনের সভাপতি ঘোষণা করেছে। বিষয়টি নিয়ে তিনি রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন। রাজ্য নেতৃত্ব তাঁকে জানিয়েছে, তিনিই সংগঠনের দায়িত্বে রয়েছেন। অর্থাৎ কাজী নজরুল ইসলাম বারবার চক্রান্ত করে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছেন।


এদিকে এপ্রসঙ্গে কাজী নজরুল ইসলাম জানান, তাঁকে ফ্যাক্স মারফত সংগঠনের প্যাডে জানানো হয়েছে, আজ থেকে তিনি সংগঠনের জেলা সভাপতি।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page