top of page

ভোট আর গনি যেন সমার্থক, বরকত সাহেবের নাম ব্যবহার নিয়ে প্রতিক্রিয়া ইশার

 ভোট আসতেই মালদা দখলে নেতামন্ত্রীদের গলায় উঠে আসে গনি খানের নাম। ব্যক্তিক্রম হয়নি এবারও। মালদায় পা রেখেই গনিকে স্মরণ করেছেন দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের শাসকদলের প্রার্থী। দলের শীর্ষ নেতা ফিরহাদ হাকিমের গলাতেও গনি সুর। দলীয় প্রার্থীর সমর্থনে এসে তৃণমূলকেই আসল কংগ্রেস, গনির কংগ্রেস বলে মন্তব্য করেছেন তিনি।



এনিয়ে বরকত সাহেবের ভ্রাতুষ্পুত্র ইশা খান চৌধুরী জানান, জ্যেঠু সারা জীবন একটিই দল করেছেন৷ কংগ্রেস৷ নিজের জীবদ্দশায় অনেক দল থেকেই আমন্ত্রণ পেয়েছিলেন, কিন্তু তিনি কখনও অন্য কোনও দলে যাননি৷ এখন বিভিন্ন রাজনৈতিক দল তাঁর নাম ব্যবহার করার জন্যই মালদা আসছে৷ বরকত সাহেবের নাম ব্যবহার করা এক জিনিস, আর তাঁর মতো কাজ করা আলাদা জিনিস৷ বরকত সাহেব নিঃস্বার্থভাবে মালদার মানুষের সেবা করেছেন৷ বাংলার লক্ষ লক্ষ ছেলেমেয়েকে চাকরি দিয়েছেন৷ কিন্তু কখনও অবৈধভাবে টাকা আদায় করেননি৷ বর্তমানে এই রাজ্যে টাকা ছাড়া কোনও কাজের কথা ভাবাও যায় না। তাই ভোটের মুখে বরকত সাহেবের নাম ব্যবহার করতেই অন্য দলগুলি সচেষ্ট৷ কাজের কাজ কেউ করে না৷ আমরা এখনও বরকত সাহেবের দেখানো পথ অনুসরণ করে চলেছি৷ তাই প্রায় সমস্ত দল থেকে যোগদানের অফার পেয়েও আমরা কেউ অন্য দলে যাইনি৷


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page