top of page

ফোনে ইসরাতকে তিন তালাক দিয়েছিলেন মুর্তজা

হাওড়ার পিলখানার বাসিন্দা ইসরাত জাহান। স্বামী মুর্তজা দুবাইয়ে কর্মরত। অভিযোগ, ২০১৫ সালে একদিন ফোনেই ইসরাতকে তিন তালাক দেন মুর্তজা। এরপর মুর্তজা আবার একটি বিয়েও করেন। ঘটনার জেরে আদালতের দ্বারস্থ হন ইসরাত জাহান। এমন কী সুপ্রিম কোর্টে তিন তালাকের বিরুদ্ধে যে পাঁচ মুসলিম মহিলা আবেদন করেছিলেন, তাঁদের মধ্যে ছিলেন হাওড়ার ইসরাত জাহানও।


সুপ্রিম কোর্টে তিন তালাকের বিরুদ্ধে যে পাঁচ মুসলিম মহিলা আবেদন করেছিলেন, তাঁদের মধ্যে ছিলেন হাওড়ার ইসরাত জাহানও

এরপরের ঘটনা তাঁর উপর হামলা এবং নানারকম হুমকি। বহুবার থানায় অভিযোগ করেছেন ইসরাত। সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পরে সামাজিক বয়কটেরও অভিযোগ করেছিলেন ইসরাত। তবুও লড়াই চালিয়ে গিয়েছেন তিনি। সম্প্রতি তিনি বিজেপিতে যোগদান করেছেন এবং মালদা জেলার দুটি লোকসভা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে দলীয় প্রচারে মালদায় এসেছেন তিনি। আমাদের মালদা’র প্রতিনিধিকে এক সাক্ষাৎকারে তিনি তার লড়াইয়ের কাহিনী ও বিজেপিতে যোগদানের বিষয়ে বিস্তারিত জানিয়েছেন।

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page