top of page

"শুভেন্দু দল ছাড়লে জেলা তৃণমূলে কোনো প্রভাব পড়বে না"

শুভেন্দু অধিকারী তৃণমূল ছাড়লে জেলায় তার কোনো প্রভাব পড়বে না। এমনই মন্তব্য করলেন মহিলা তৃণমূলের জেলা সম্পাদিকা।


গত কয়েকদিন ধরেই খবরের শিরোনামে শুভেন্দু। তাঁর প্রতিটি পদক্ষেপে নজরদারি চালাচ্ছে রাজনৈতিক দলগুলি। বর্তমান পরিস্থিতিতে শুভেন্দু দল ছাড়লে তৃণমূল ভেঙে পড়তে পাড়ে বলে মনে করছে রাজনীতিবিদরা। ড্যামেজ রিপেয়ারে আগে থেকেই ময়দানে নেমেছেন খোদ তৃণমূল সুপ্রিমো। এরই মধ্যে দলীয় কার্যক্রমে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করলেন দলেরই জেলা সম্পাদিকা।


It will not impact if Suvendu Adhikari quits TMC

শামীমা রহমান বলেন, গত বিধানসভাতে শুভেন্দু অধিকারী পর্যবেক্ষক থাকাকালীন তৃণমূল জেলাতে একটিও সিট পায়নি। উনি তৃণমূল ছাড়লে জেলাতে কোনো প্রভাব পরবে না। বরকত সাহেবের সাথে মমতা ব্যানার্জির সবসময় সুসম্পর্ক ছিল, মৌসম নূর মমতার উন্নয়নের আদর্শে অনুপ্রাণিত হয়ে তৃণমূলে যোগদান করেছিলেন। এতে শুভেন্দুর কোনো ভূমিকা নেই, শুভেন্দুর থেকে অভিষেক ব্যানার্জি অনেক দক্ষ নেতৃত্ব।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page