top of page

জন্মাষ্টমীতে হিন্দু-মুসলিমের মিছিলে পা মেলাল সব রাজনৈতিক দল

Updated: Sep 18, 2020

জন্মাষ্টমীও প্রমাণ করল বাংলা এখনও আছে বাংলাতেই৷ আজ পুরাতন মালদায় কৃষ্ণের জন্মতিথিতে শুধু হিন্দুদের নয় উৎসব হয়ে দাঁড়াল মুসলিম সম্প্রদায়ের কাছেও৷ এক লহমায় যেন মুছে গেল ধর্মীয় ভেদাভেদ৷ মুছে গেছে রাজনৈতিক দূরত্বও৷ হিন্দু-মুসলিমের মিছিলে পা মেলালেন সব রাজনৈতিক দলের নেতারা৷ ছিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু ও দলের জেলা সভাপতি গোবিন্দ মণ্ডল৷ সবাইকে অবাক করে সেই মিছিলে পা মিলিয়েছেন এলাকার কংগ্রেস বিধায়ক অর্জুন হালদার, তৃণমূল নেতা তথা পুরাতন মালদা পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ, স্থানীয় তৃণমূল নেতা বিভূতিভূষণ ঘোষ, এমনকি পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সফিকুল ইসলাম৷


Janmashtami
জন্মাষ্টমীতে হিন্দু-মুসলিমের মিছিলে পা মেলাল সব রাজনৈতিক দল

জন্মাষ্টমী উপলক্ষ্যে আজ পুরাতন মালদার বাচামারি পাল পাড়া থেকে বেরোয় বিশাল এক ধর্মীয় মিছিল৷ মিছিলের উদ্যোক্তা ছিল বিশ্ব হিন্দু পরিষদ৷ মিছিলটি মঙ্গলবাড়ি চৌরঙ্গি মোড় পর্যন্ত আসে৷ সেই মিছিলেই আজ এক হয়ে গেছে সবাই৷ ধর্ম থেকে রাজনীতি সব আজ এক৷ আরও বড়ো ব্যাপার, এই মিছিলে অংশগ্রহণকারী সবাইকে মঙ্গলবাড়ি দরগা মোড়ে জল ও চকলেট সহ মিষ্টি বিলি করেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন৷ কাউন্সিলর সফিকুল ইসলাম বলেন, এদেশে সব সম্প্রদায়ের মানুষ এক সঙ্গে বসবাস করে৷ এটাই ভারতের সংস্কৃতি৷মরাও সেটাই চাই৷



সাংসদ খগেন মুর্মু জানান, শ্রীকৃষ্ণ নিজেই ছিলেন সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক৷ তিনিও চেয়েছিলেন সমাজে সব সম্প্রদায়ের মানুষ এক সঙ্গে বসবাস করুক৷ তাঁর সেই ইচ্ছে আজ আমরা পালন করে চলেছি৷ প্রায় একই বক্তব্য এলাকার কংগ্রেস বিধায়ক অর্জুন হালদার ও তৃণমূল নেতা বিভূতিভূষণ ঘোষের। অর্জুনবাবু বলেন, শুধু ধর্ম নয়, শ্রীকৃষ্ণের জন্ম আজ মিলিয়ে দিয়েছে সব রাজনৈতিক দলের প্রতিনিধিদেরও৷


প্রতিদিন মালদার টাটকা নিউজ হোয়াটস্ অ্যাপে পেতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page